মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াটাড়া জামে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মো. ফেরদৌস ইসলাম (৩০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম ফেরদৌস ইসলাম বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দেড় মাস ধরে তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। সেই সুবাদে মসজিদ লাগোয়া একটি কক্ষে তিনি থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, গতকাল মুসল্লিদের নিয়ে জামাতে এশার নামাজ পড়েছেন তিনি। নামাজ শেষ করে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে তিনি এ ঘটনা ঘটান। ইমামের রুমের জানালা একটা অংশ খোলা থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের পাশের টেবিলে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়টি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহেল হোসেন/এনএ