ভোরে জাল তুলতেই মিলল ৪১ হাজার টাকার মাছ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় এক জেলের জালে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে বানিবহ ইউনিয়নের সাদ্দাম প্রমাণিকের জালে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে গেলে ১২০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জেলে সাদ্দাম প্রমাণিক বলেন, শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে আমিসহ আমার সাথে থাকা অন্য দুইজন বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে মাছটি নৌকায় করে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে দেলোয়ারের আড়তে তুলি।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ কেনার জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে যাই। সেখানে গিয়ে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি। বাঘাইড় মাছটি এখনও জীবিত অবস্থায় ফেরিঘাটের পল্টুনে বেঁধে রাখা হয়েছে। ১৩০০ টাকা কেজি দরে তিনি মাছটি বিক্রি করবেন বলে জানান।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ৩৪ কেজি ওজনের বাঘাইড় মাছটির ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। শুক্রবার সকালে এতো বড় মাছ পাওয়ার খবর সত্যিই খুশির।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর