বাসের ভেতর ঢুকে হেলপারকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতর ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মাথা, ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির বাগেরহাটের কচুয়া এলাকার বাসিন্দা।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বাসটি শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যান। এ সময় হেলপার সাব্বির বাসের মধ্যে থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।
ভোররাতের দিকে দুবৃর্ত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহাম্মদ মিলন/আরএআর