নরসিংদীতে ডাকাত সন্দেহে ৪ জন গ্রেপ্তার

নরসিংদীতে ডাকাত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৪ এপ্রিল) ভোরে নরসিংদী শহরের আরশীনগর মোড়ে টহল ডিউটির সময় একটি পিকআপভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পিকআপভ্যান তল্লাশি করে তালা কাটার মেশিন, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার পলাশ থানার মৃত মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহের হালুয়াঘাটের রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ (২৫) ও ভোলার লালমোহনের দক্ষিণ আড়ালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে আরিফ (২২)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, রাত্রীকালীন টহল ডিউটির সময় সন্দেহজনক একটি পিকআপভ্যান আটক করা হয়। এ সময় পিকআপটি তল্লাশি করে ডাকাতির সরঞ্জাম- তালা কাটার মেশিন, চাপাতি ও লোহার রডসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ইয়াকুব নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলা রয়েছে। তিনি জামিনে বের হয়ে বারবার ডাকাতি করে থাকেন।
গ্রেপ্তারের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
রাকিবুল ইসলাম/আরআই