ট্রলিচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

মানিকগঞ্জে ট্রলিচাপায় ইব্রাহিম রোমান (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (০৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভাড়ারিয়া বাজার এলাকায় ইটভর্তি ট্রলিটির চালক রোমানের মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায় রোমান। এ সময় ট্রলিটি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর সিদ্দিক জানান, নিহত রোমান বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। আজকে মোটরসাইকেল চালিয়ে ভাড়ারিয়া যাচ্ছিলেন। রাস্তায় ইটভর্তি ট্রলিচাপায় তার মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোহেল হোসেন/আরএআর