৪ মণ হাঙরসহ ৯ জেলে আটক

বরগুনার পাথরঘাটায় একটি মাছ ধরার ট্রালার থেকে ৪ মণ হাঙর ও ১৫ কেজি শাপলাপাতা মাছসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পাথরঘাটার বিশখালী নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, বিশখালী নদীতে এফবি আল মেহেদী নামের একটি ট্রলারে করে আহরণ নিষিদ্ধ হাঙর ও শাপলাপাতা মাছ বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পায় কোস্টগার্ড। দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ জেলেসহ ট্রলারটি আটক করেন তারা। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ মণ হাঙর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা করা মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।
এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশীদ বলেন, হাঙর ও শাপলাপাতা বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। এসব রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। এছাড়াও হাঙর ও শাপলাপাতা ধরা বন্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
খান নাঈম/আরএআর