গরুকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেললাইন ওঠা গরুকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলেজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া কলেজ স্টেশন এলাকার নাদিরুজ্জামানের ছেলে। তিনি নীলফামারী আদর্শ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন।
স্থানীয়রা জানান, গরু নিয়ে বৃদ্ধ বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ গরুটি রেললাইনে উঠে গেলে তাকে রক্ষা করতে গিয়ে ধেয়ে আসা ট্রেনের নিচে কাটা পড়েন। দুর্ঘটনার পর ৯৯৯-এ ফোন দিলে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনে কাটা পড়া নিহত বৃদ্ধকে উদ্ধার করে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা ট্রেন কলেজ স্টেশনে পৌঁছার সঙ্গে সঙ্গে একটা গরুকে উদ্ধার করতে গিয়ে বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দ্রুত গরুটিকে উদ্ধার করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শরিফুল ইসলাম/এনএ