রেললাইনে বসে হেডফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ল কিশোর

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে দ্বীন ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত দ্বীন ইসলাম নরসিংদী সদর উপজেলার নওয়াবাড়ী এলকার মিজানুর রহমানের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সঙ্গে একটি হেডফোনও পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্থনীয়রা জানান, দ্বীন ইসলাম রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। সে নরসিংদী রেলওয়ে স্টেশন এবং আশপাশের এলাকায় ফুচকা বিক্রি করতো।
নিহতের বড় বোন পুতুল বেগম বলেন, সন্ধ্যার পর তার মৃত্যুর খবর পেয়ে আমরা ফাড়িতে এসে মরদেহ শনাক্ত করি। সে অন্যান্য দিন ফুচকার দোকান নিয়ে বের হলেও আজ বের হয়নি।
আরএআর