শতবর্ষী ঘুনগাছটি বাঁচাতে পথে নেমেছেন তারা

কক্সবাজারের ঐতিহাসিক ঘুনগাছ তলার শতবর্ষী ‘ঘুনগাছ’ কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।
সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, যাদের সর্বস্ব লুট হয়েছে তারা প্রকৃতি ধ্বংস করে এমন উন্নয়ন চায় না।
বক্তারা আরও বলেন, শতবর্ষী ঘুনগাছটি বহন করে কক্সবাজারের সমুদ্রতটের পরিচয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা ঘুনগাছটি রক্ষা করার দাবি জানিয়ে চলমান সড়ক উন্নয়নের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগাদা দেন।
মানববন্ধনে সংহতি জানায় জেলা যুব ইউনিয়ন, কক্সবাজার জেলা খেলাঘর এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সংহতি জানায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী।
সাইদুল ফরহাদ/এনএফ