গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মারামারি, পুলিশ সদস্যের বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত মহিউদ্দিন বেপারী (৫০) মারা গেছেন। রোববার (১০ এপ্রিল) ভোর ৬টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মহিউদ্দিন বেপারী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মৃত পন্ডিত আলি বেপারীর ছেলে। তার ছেলে মাহাবুব পুলিশ কনস্টেবলের পদে চাকরি করেন।
মহিউদ্দিন বেপারীর ছেলে মামুন ব্যাপারী ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা সকালে মারা গেছেন। তার লাশ এখনো রাজারবাগ পুলিশ হাসপাতালে রয়েছে। আমার বাবার লাশ আনার চেষ্টা করা হচ্ছে। বাদ আসর বাবাকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, বাবাকে মারধরের রাতেই মা মনোয়ারা বেগম বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেসময় আমরা একজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছিলাম। এখন শুনছি সঙ্গে আরও লোক ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরের সামনে গাড়ি পার্কিং নিয়ে একই উপজেলার রাউৎভোগ গ্রামের ইকবাল শেখের ছেলে ট্রলিচালক শাহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন মহিউদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মহিউদ্দিনকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে মুন্সিগঞ্জ থেকে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব.ম শামীম/এসপি