টেকনাফে ছাত্রলীগ নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফের মৌলভীবাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) হ্নীলার মৌলভীবাজার নাইক্ষংখালী এলাকার অলি আহামদের পুত্র বেলাল উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ এপ্রিল আসামিরা বাদীর ভাতিজা সাইফুল ইসলামকে লাঠি, দা ছুরি নিয়ে হামলা করে। এসময় তাকে বাঁচাতে আসলে বাদী বেলাল উদ্দীনকেও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে একই সময় আসামিরা ইট-পাটকেল ছুঁড়ে স্থানীয় মসজিদের জানালাসহ অন্যান্য অংশ ভাংচুর করে। পরে আরও কয়েক দফায় হামলা চালায় আসামিরা। এক পর্যায়ে আসামিরা গ্রামবাসীদের উপরও হামলা চালায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাদীর দায়ের করা এজাহারটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার হ্নীলার মৌলভীবাজারের দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
সাইদুল ফরহাদ/আইএসএইচ