শিশুকে ধর্ষণচেষ্টা, ৭৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই পৌর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৭৪ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) তাকে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বৃদ্ধের বাড়িও একই মহল্লায়। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ির পাশে ওই বৃদ্ধের মুদিখানার দোকান। শুক্রবার জুমার নামাজের সময় শিশুটি বৃদ্ধের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় ওই বৃদ্ধ শিশুকে দোকানের ভেতরে বসতে দিয়ে খাবার দেয়। এরপর বৃদ্ধ দোকানের দরজা লাগিয়েই শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দিতে থাকে। একপর্যায়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকে। পরে দোকানের সামনে লোকজনের কথা শুনতে পেয়ে বৃদ্ধ ওই শিশুটিকে ছেড়ে দেয়।
শনিবার দুপুরে গোসল করানোর সময় শিশুটির শরীরের বিভিন্নস্থানে কামড়ের দাগ দেখতে পায় তার মা। বিষয়টি শিশুটি তখন তার মা-বাবাকে খুলে বলে। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মুদিখানার দোকানি ওই বৃদ্ধকে আসামি করে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুঈনদ্দীন ঢাকা পোস্টকে বলেন, আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর বৃদ্ধকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চম্পক কুমার/এমএএস