কারখানায় আগুনের দুদিন পর আরও দুজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দুদিন পর হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্টের ধ্বংস স্তূপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদোয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির(৩৯)।
এর আগে গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। রাত ১০টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সর্ভিসের কর্মীরা। পরে সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে আলমগীর হোসেন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিলেন। এর আগে কারখানা থেকে আলমগীর হোসেন নামে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেয়া হবে। আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ইতোমধ্যেই কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিলটন খন্দকার/আরএআর