স্ত্রীকে রক্ষা করে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেলের দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাবিবুর রহমান সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মো. ওয়াজিউল্লাহ ছেলে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের স্ত্রী পেয়ারা বেগম দুপুরে বাড়িতে থাকা মোটর থেকে পানি তুলতে মোটরের বৈদ্যুতিক সুইচ অন করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রীকে উদ্ধার করতে গেলে হাবিবুরও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান গতকাল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মীর সামসুজ্জামান/এনএ