সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভারে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও হেমায়েতপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজু (৩২) ও রানা (১৮)। রাজু সাভারের ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজু আহমেদকে চাপা দেয় একটি দ্রুতগতির মোটরসাইকেল। এতে রাজু ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত আহত হন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় রানা মিয়া (১৮) নামের এক পথচারীর নিহত হয়েছেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাহিদুল মাহিদ/এসকেডি