আখাউড়ায় নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকায় প্রকাশ্যে ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হক ভূইয়া। তিনি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
একই কেন্দ্র পরিদর্শনে এসে নৌকার সমর্থক ও এজেন্টদের বিরুদ্ধে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু।
রোববার সকাল ৮টা থেকে আখাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সবকটি কেন্দ্রেই ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।
স্বতন্ত্র প্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, ভোটের পরিবেশ খুবই বিশ্রী। সুষ্ঠু নির্বাচনের কোনো আশা নেই। আমার এজেন্টদের কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তাকজিল খলিফার ভাই দানিছ খলিফা। আমার সব এজেন্ট ভয়ে কেন্দ্র ছেড়ে চলে গেছে। সবকটি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট নেওয়া হচ্ছে।
বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন আব্দু বলেন, আমার কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। নৌকা প্রতীকে সব ভোট নিয়ে নিচ্ছে। প্রশাসনকে বলার পরও আমাদের কথা শুনছেন না। আমরা প্রার্থী হিসেবে কোনো কিছুই করতে পারছি না। একটি কেন্দ্র পরিদর্শন শেষে ফিরে দেখি কে বা কারা আমার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তারা পরাজয় জেনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহুরুল আলম বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে।
আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩০ ও নারী ভোটার ১৪ হাজার ৬৭২ জন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তিন ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
আজিজুল সঞ্চয়/এসপি