কেন্দ্রের বাইরে নৌকার মিছিল, ভেতরে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় ভোটকেন্দ্রের বাইরে নৌকার মিছিল করতে দেখা গেছে। এমনকি বুথে জোর করে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগ করছেন ভোটাররা। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের দায়িত্বে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুর নির্বাচনী কর্মীরা জানান, নারী ভোটারদের নৌকায় জোর করে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। নৌকায় ভোট না দিলে ভোট দেওয়া যাবে না বলা হচ্ছে। কেন্দ্রের বাইরে নৌকার মিছিল হচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এসব অভিযোগের বিষয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা বিপ্লব কুমার জানান, এ কেন্দ্রে আটটি বুথ রয়েছে। প্রথমদিকে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জোর করা হয়েছিল। তবে পরবর্তীতে আমরা সেটি সমাধান করেছি। এখন কোনো সমস্যা নেই।
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, বাইরে মিছিল-শোডাউন করা হচ্ছে কেন সেটি আমরা বলতে পারব না। সেটি দেখার দায়িত্ব আমাদের নয়। কেন্দ্রের ভেতরে কিছু ঘটলে আমরা দেখব।
নারকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু বলেন, আমি মনে করি নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। তবে কিছু কিছু অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণ ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিবে, এটা তাদের অধিকার। নির্বাচন কমিশন ও প্রশাসন সেটি নিশ্চিত করুক।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির বলেন, সাতক্ষীরা পৌরসভার ৩৭টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভায় ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ ও পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন।
তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তিন ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
আকরামুল ইসলাম/এসপি