ধানবোঝাই নৌকাডুবে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে বিল্লাল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডু্বুরিরা।
নিহত বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী হয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। নৌকাটিতে চারজন আরোহী ছিলেন। চাপুইর এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন আরোহী সাঁতরে তীরে ওঠতে পারলেও বিল্লাল পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডু্বুরিরা বিকেলে বিল্লালের মরদেহ উদ্ধার করেন।
আজিজুল সঞ্চয়/আরএআর