সিলেটে বিদ্যুৎ উপকেন্দ্রে আহত শ্রমিকের অবস্থা সঙ্কটাপন্ন

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) উপকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত শ্রমিক শাকিল আহমদের (২২) অবস্থা সঙ্কটাপন্ন। শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শাকিলের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকালে সেখানে তার অস্ত্রোপাচার করা হয়েছে। শাকিলের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।
এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমারগাঁও পাওয়ার গ্রিড কোম্পানির উপকেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান শাকিল আহমদ। এ সময় তার মাথা ও ঘাড়ে রড ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শাকিল আহমদের শরীরে ৪টি রড ঢুকে গেছে। শরীরের কিছু অংশ পুড়েও গেছে। এ জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আরএআর