কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়ায় ভোগান্তি, পারের অপেক্ষায় ৫ শতাধিক যান

হঠাৎ কালবৈশাখী ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালকরা।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে এক শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।
একাধিক ট্রাকচালক অভিযোগ করে বলেন, কিছু জরুরি গাড়ির সঙ্গে অনেক সাধারণ পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী কোচের চালকরা সিরিয়াল অমান্য করে স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ দিয়ে পার হয়ে যাচ্ছে। এতে দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা-যমুনা নদী উত্তাল হওয়ায় বুধবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বাতাসের কারণে এক ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকে। এতে উভয় পাড়েই শত শত যানবাহন আটকা পড়ে। পাশাপাশি এ নৌরুটের ১৯টি ফেরির মধ্যে দুটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। বর্তমানে এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ৬ শতাধিক যানবাহন আটকা পড়ে। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
মীর সামসুজ্জামান/এসপি