নরসিংদীতে টেক্সটাইল মিলের গুদামে আগুন

নরসিংদীতে একটি টেক্সটাইল মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পৌর শহরের জবা টেক্সটাইল মিলের গুদামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ধোঁয়া মিলের গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে দুপুর ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং ঠিক কোন অংশে আগুন লেগেছে জানাতে পারেননি তিনি।
রাকিবুল ইসলাম/এসপি