যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, স্বামী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে আটক করেছে পুলিশ। আহত সাদিয়া আক্তার আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রয়েছেন।
গত শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে। সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় বলেন, স্বামী আমাকে কয়েকবার বলেছেন যে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করবে। গত ৫ মাস ধরে যৌতুকের জন্য আমাকে শারীরিক নির্যাতন করে আসছেন। আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই শুধু বলত, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। টাকা না দেওয়ায় আমার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাঁধা দেওয়া হয়।
আহত সাদিয়ার ভাই খাইরুল বলেন, আমার বোনের অবস্থা খুবই খারাপ। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত আসাদ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অমিত মজুমদার/আরআই