ঈদযাত্রায় ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ মে) সকাল ৭টা ১০মিনিটে লাকসাম পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন নোয়াখালীর মাইজদী সোনাপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নোয়াখালীগ্রামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন সকাল ৭টায় লাকসাম জংশন অতিক্রম করে। পরে খবর আসে এক যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।
ওসি বলেন, আমরা ধারণা করছি তিনি ট্রেনের ছাদে উঠে ঘুমিয়ে পড়েছিলেন। নিহত ইমরান ঢাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি থানায় রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অমিত মজুমদার/আরএআর