বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে মুমূর্ষু অবস্থায় নার্স উদ্ধার

বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরাকে (২৮) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মে) বিকেল ৪টার দিকে হাসপাতালের প্রধান ফটকের পাশের রাস্তা থেকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন এবং কীভাবে তিনি আহত হয়েছেন এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
আহত নার্স সারাবান তহুরার বাড়ি ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামে। তিনি প্রায় দুই বছর ধরে বাগেরহাট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মকরত রয়েছেন।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতাল চত্বর থেকে গুরুত্বর আহত ও সঙ্গাহীন অবস্থায় সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরাকে উদ্ধার করে স্থানীয়রা। তার মুখমণ্ডল ও মাথায় গুরুত্বর জখম রয়েছে।
পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
তানজীম আহমেদ/আরআই