মোটরসাইকেলে ৩ বন্ধু, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

ঈদ আনন্দে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। পথে বেপরোয়া গতির কারণে সংঘর্ষ হয় একটি পিকআপের সাথে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দুই বন্ধুর। আহত হয় অপরজন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছলির বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবুর রহমানের ছেলে আব্দুল হান্নান (১৬) ও আলাউদ্দিনের ছেলে নয়ন (১৬)। আহত অপরজন বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে শাহিন(১৬)। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঢাকা পোস্টকে জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক পিকআপসহ চালক পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উবায়দুল হক/আরআই