সাতক্ষীরায় ট্রলার ডুবি, নিখোঁজ তিন শ্রমিক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনও তিনজন নিখোঁজ রয়েছে।
ট্রলার চালক নূর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ঘোলের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। ট্রলারটি জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী বলেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
আকরামুল ইসলাম/এসপি