খাগড়াছড়িতে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

খাগড়াছড়িতে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের কচি-কাঁচা ভবনে কেক কাটার মধ্য দিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটির উদ্বোধন করেন খাগড়াছড়ির নবনির্বাচিত মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
সাংবাদিক সমির মল্লিকের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ঢাকা পোস্টের খাগড়াছড়ি প্রতিনিধি জাফর উদ্দিন সবুজ, মাছরাঙা টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি কানন আর্চায, একাত্তর টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি রূপায়ণ তালুকদার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জোনাল ম্যানেজার ইসমাইল হোসেন সবুজ, খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নির্মলেন্দু চৌধুরী বলেন, বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে ডিজিটাল সংবাদমাধ্যমের উন্নয়ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ পৌঁছে দিতে মানুষ এখন অনলাইন নিউজ পোর্টালের ওপর নির্ভর করে। ‘ঢাকা পোস্ট’ বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।’দেশের কয়েকটি শীর্ষ অনলাইন পত্রিকার কাতারে ঢাকা পোস্ট জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. জাফর সবুজ/এনএ