দেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে ঢাকা পোস্ট

‘সত্যের সাথে সন্ধি’ এই স্লোগান সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সারাদেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনে ঢাকা পোস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাব ভবনের সামনে থেকে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে র্যালি বের করা হয়। এতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ।
র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে আলোচনার সভায় আয়োজন করা হয়। সভা শেষে জেলা প্রেসক্লাব অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে ঝিনাইদহে ঢাকা পোস্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফু-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সহসভাপতি রফিকুল ইসলাম মন্টু, সহসভাপতি আব্দুল হাই, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, সাংস্কৃতিক কর্মী শামীম আহম্মেদ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান।
বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত পাঠকদের সার্বক্ষণিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ জানাতে ঢাকা পোস্টের আত্মপ্রকাশ ঘটেছে। সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে অনলাইন মাধ্যমটি।’
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা এবং জেলা প্রেসক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন/এমএসআর