শীর্ষস্থান দখল করবে ঢাকা পোস্ট, আশা ত্রাণ প্রতিমন্ত্রীর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আজ আমাদের আনন্দের দিন; গণমাধ্যমে নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল যুক্ত হয়েছে। আমরা এখন দেখছি, মানুষ পত্রিকা পড়া কমিয়েছে, টিভি দেখাও কমিয়ে দিয়েছে। কারণ মুহূর্তের খবর মুহূর্তেই পাচ্ছি অনলাইনে। কাজেই আমার প্রত্যাশা, অনলাইন গণমাধ্যমের শীর্ষস্থান দখল করবে ঢাকা পোস্ট।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট দেশীয় শিল্পগোষ্ঠী ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এয়ারলাইনসে তারা যেমন সক্ষমতা অর্জন করেছে, ঠিক তেমনি তাদের নেতৃত্বে আসা ঢাকা পোস্টও দেশের শীর্ষ গণমাধ্যমে রূপ নেবে। চিকিৎসাসেবার জন্য মেডিকেল কলেজ নির্মাণ করেছে ইউএস-বাংলা গ্রুপ। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান তৈরি করে দেশের উন্নয়নে অবদান রাখছে ইউএস-বাংলা গ্রুপ।
এনামুর রহমান বলেন, অনলাইন নিউজ পোর্টালের পাঠক সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা খবর নিয়েছি, ইতোমধ্যে অনলাইন নিউজ পোর্টালের পাঠক ২০ লাখ ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি পাঠক অনলাইন গণমাধ্যমের। এরই মধ্যে মানুষের আস্থা অর্জন করেছে অনলাইন নিউজ পোর্টাল।
এরপর কেক কেটে ঢাকা পোস্ট-এর উদ্বোধন ঘোষণা করেন ত্রাণ প্রতিমন্ত্রী। পরে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ইমাম, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, যমুনা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের ঢাকা জেলা প্রতিনিধি (সাভার) জাহিদ হাসান শাকিল ও নিউজ বাংলার ইমতিয়াজুল ইসলাম প্রমুখ।
মাহিদুল মাহিদ/এএম