সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা পোস্ট

সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সকল বিষয় মানুষের মাঝে তুলে ধরবে নিউজ পোর্টালটি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ডিজিটাল হল রুমে ঢাকাপোস্ট.কম এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, বর্তমানে অনলাইনের প্রচলন একটু বেশি। অনেকেই অনেক ধরনের সংবাদ করে, কিন্তু মানুষ সেটাই বেশি ভালো দেখবে যে পোর্টালে একটি নিউজ সঠিকভাবে প্রচার করা হয়। যে নিউজে সকল তথ্য থাকে। বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমেই ঢাকা পোস্টকে দেশের সেরা একটি নিউজ পোর্টাল হিসেবে পরিচিত লাভ করতে হবে।
বক্তব্য শেষে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সিনিয়র সাংবাদিক শাহিন ফেরদৌস, একুশে টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি এসএম জসিম উদ্দিন, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ঢাকা পোস্টের ঠাকুরগাঁও প্রতিনিধি নাহিদ রেজা প্রমুখ।
দৈনিক আজকালের খবরের ঠাকুরগাঁও প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
নাহিদ রেজা/আরএআর