বর্ণিল আয়োজনে নীলফামারীতে ঢাকা পোস্টের উদ্বোধন

নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সদর) মো. সাইফুল ইসলাম, নীলফামারী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টিজের সাবেক সভাপতি শফিকুল আলম শাহ্, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু,নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রউফ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়ন, সমস্যা আর সম্ভাবনার খবর উঠে আসবে ঢাকা পোস্টের দেয়ালে। বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার মধ্য দিয়ে ঢাকা পোস্ট সকল শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হয়ে উঠবে।
ঢাকা পোস্টের নীলফামারী জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীলফামারী সংবাদদাতা আতিয়ার রহমান বাড্ডা, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক তাহমিন হক ববি, আরটিভির নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বী প্রধান, এটিএন নিউজের নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, বৈশাখী টিভির নীলফামারী প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, ডিবিসি নিউজের নীলফামারী প্রতিনিধি রিনি সরকার, চ্যানেল আইয়ের নীলফামারী প্রতিনিধি আলোয়ারুল আলম প্রধান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা সংবাদদাতা আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহমুদ আল হাসান রাফিন/আরএআর