গাছ থেকে আম পাড়ছিল তিন বন্ধু, ডাল ভেঙে একজনের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে আমগাছ থেকে পড়ে আবু তাহের লিখন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এর আগে দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামের একটি গাছে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে আহত হয় লিখন। সে ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি গাছে উঠে আম পাড়ছিল লিখনসহ তিন বন্ধু। হঠাৎ একটি ডাল ভেঙে লিখন ও হাবিবুরসহ আরেক বন্ধু মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে লিখন মারা যায়।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিয়াজ আহমেদ সিপন/এসপি