বিধবাকে দল বেঁধে ধর্ষণ, শনাক্ত হলেও নাম নেই মামলায়

পটুয়াখালীর বাউফল উপজেলায় দরজা ভেঙে বিধবা এক নারীর ঘরে প্রবেশ করে দল বেঁধে তাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২১ মে) রাতে বাউফল থানায় একটি মামলা করেছেন ৪৫ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
তিনি বলেন, ওই নারী বাদী হয়ে শনিবার রাতে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। রোববার (২২ মে) দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের নাম উল্লেখ করে মামলা দেওয়ার জন্য বলা হলেও ওই নারী ও তার পরিবারের সদস্যরা রাজি হননি।
এজাহারের বরাত দিয়ে পুলিশ বলছে, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে চার-পাঁচজনের একটি দুর্বৃত্ত দল পেছনের দরজা ভেঙে ওই নারীর ঘরে ঢুকে তাকে দল বেঁধে ধর্ষণ করে। ঘটনার সময় ওই নারী একাই ঘরে ছিলেন। পরের দিন শনিবার সন্ধ্যার দিকে বাউফল থানায় এসে ওই নারী এ বিষয়ে অভিযোগ করেন।
ধর্ষিতার ছেলে জানিয়েছেন, একজনকে চিনতে পারলেও ভয়ে নাম বলতে সাহস পাচ্ছেন না। কারণ তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী। ইতোমধ্যে ওই প্রভাবশালী মুঠোফোনে মেরে ফেলার হুমকি দিয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই