কিশোরগঞ্জের সাংবাদিক শাহ আজিজ আর নেই

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, গত ১৫ মে শারীরিক সুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে যান অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক একাধারে রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক ও সুবক্তা ছিলেন। তিনি কিশোরগঞ্জ বারের পাঁচ বারের নির্বাচিত সভাপতি ছিলেন। কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আই এর কিশোরগঞ্জ প্রতিনিধি ছিলেন।
এসকে রাসেল/এমএএস