সিলেটে সাংবাদিকের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট- এর সভাপতি ও চ্যানেল এস এর প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মনজুর ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেটের সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ইমজা, বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রীড়া লেখক সমিতি, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমজার সহ-সভাপতি ইকবাল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মনজুর ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, দৈনিক দুনিয়া আখেরাতের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম এহিয়া, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আহবাব মুস্তফা খান, আজকের দর্পণের আমজাদ হোসেন, আনন্দবাজার'র সিলেট প্রতিনিধি রেজাউল হক ডালিম, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক খালেদ আহমদ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, ইমজার যুগ্ম সাধারণ সম্পাদক টুনু তালুকদার, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মারুফ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, ২৩ মে সোমবার সিলেট নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে সাংবাদিক মনজুর ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার পরদিন ২৪ মে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক মঈন উদ্দিন মনজু।
রনি/এমএএস