শরণখোলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

বাগেরহাটের শরণখোলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরু মারা গেছে। এ ছাড়া বেশকিছু বিদ্যুতের লাইন ও দুটি পোল ভেঙে যাওয়ায় খোন্তাকাটা, সাউথখালী, রাজৈরসহ বেশকিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেলে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের উত্তর কদমতলা ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল শরীফ বলেন, বিকেলে পূর্বাভাস ছাড়াই হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় প্রবল বাতাসে একটি চাম্বল গাছ উপড়ে আমার বসত ঘরে পড়ে। আমার ওয়ার্ডের অনেক মানুষের ঘরবাড়ি বিদ্ধস্ত ও বেশ কিছু গাছপালা ভেঙেছে।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, হঠাৎ ঝড় ও বজ্রপাতে রাজৈর গ্রামের এমাদুল হাওলাদারের একটি গরু মারা গেছে। কারও ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিকেল থেকে বিদ্যুৎ সংযোগ নেই আমাদের এলাকায়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঝড়ে কিছু গাছপালা ভাঙার খবর পেয়েছি। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই। তারপরও আমরা খোঁজ-খবর নিচ্ছি। যদি কারও গুরুত্বর কোনো ক্ষতি হয়, সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তানজীম আহমেদ/আরআই