ঋণ নিয়ে প্রতারণা, আমান গ্রুপের ৩ মালিকের জামিন নামঞ্জুর

যমুনা ব্যাংকের ৮৮ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার মামলায় আমান গ্রুপের তিন মালিক জামিন পাননি। রোববার (২৯ মে) দুপুরের পর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াছ হোসাইন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আমান গ্রুপের তিন মালিক হলেন- আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম। তারা রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা আপন তিন ভাই।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম এই তিন ব্যবসায়ীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যমুনা ব্যাংক থেকে এই তিন ভাই ৮৮ কোটি টাকা ঋণ নেন। কিন্তু দীর্ঘদিনেও সেই অর্থ পরিশোধ করেননি। উল্টো বন্ধক রাখা সম্পত্তি অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করেন। শেষে তারা ঋণ খেলাপি হওয়ার পর সম্পত্তি বিক্রি করে ঋণ আদায়ের প্রস্তুতি নিলে এই প্রতারণা টের পায় ব্যাংক কর্তৃপক্ষ।
২০১৯ সালে এ নিয়ে রাজশাহীর শাহমখদুম থানায় মামলা করে যমুনা ব্যাংক। ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি করা হয়।
উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষে গত ২৩ মে থেকে তারা রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর থেকেই ব্যবসায়ী তিন ভাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর