নড়াইলে বাসা থেকে পুলিশের মরদেহ উদ্ধার

নড়াইল বয়েজ স্কুলের সামনের একটি বাসা থেকে উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তিনি ২০১৮ সালের ১৮ আগস্ট নড়াইল সদর থানায় যোগদান করেন। তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন। নড়াইলে তিনি বাসা ভাড়া করে একা বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব পালন করে বাসায় চলে যান শফিউদ্দিন। বুধবার সকালে বাবুর্চি খাবার দিতে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ দেননি তিনি। বাবুর্চি দুপুরে আবার খাবার দিতে গিয়ে দেখেন সকালের খাবার দরজার সামনে পড়ে আছে। পরে থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে বাসায় চলে যায়। সকালে আর কোনো খবর না পেয়ে দুপুরে গিয়ে দেখি তিনি মৃত অবস্থায় বাথরুমে পড়ে আছেন। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এসকে সুজয়/এসপি