হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল তিনজনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজাহার ইউনিয়নের বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোবানপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সুমন (১৬), দাড়িদহ কুপা গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুল্লাহ (১৬) এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাকিব (১৮)।
স্থানীয়রা জানায়, নিহত তিন কিশোর হ্যান্ডেল ছেড়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যায়। তৃতীয়জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিন কিশোর হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার থেকে রাজাবিরাট যাচ্ছিল। একডালা এলাকায় পৌঁছালে মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজন মারা যায়।
রিপন আকন্দ/এসপি