প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রব (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহেমদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রব দৌলতপুর উপজেলার বাসুদেবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ওসি রিয়াজ উদ্দিন আহেমদ বিপ্লব বলেন, আব্দুর রব ঘিওর থেকে মোটরসাইকেল নিয়ে দৌলতপুরের দিকে নিজ বাড়িতে যাচ্ছিল। তেরশ্রী এলাকায় একটি প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুর রব নিহত হয়েছে। এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হচ্ছে।
সোহেল হোসেন/আরএআর