স্বপ্ন এখন যশোরে

দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্নের নতুন আউটলেটের যাত্রা শুরু হলো যশোরে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের রেলরোডের শেখ রাসেল চত্বরে (চার খাম্বার মোড়) বেলুন-ফেসটুন উড়িয়ে স্বপ্নের যশোর শো রুমের উদ্বোধন করেন নড়াইলের শ্রেষ্ঠ করদাতা গিয়াস উদ্দিন খান ডালু। স্বপ্নের ১৫৭তম শাখা এটি।
এ সময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব অপারেশন ফ্র্যাঞ্চাইজ সমীর ঘোষ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন চাকলাদার ও শাখা ব্যবস্থাপক মনির হোসন প্রমুখ।
স্বপ্নের ডিরেক্টর রিটেল মো. সামসুদ্দোহা বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য যশোর শহরের মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আমাদের আউটলেটে পণ্য রাখা হয়েছে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সব সময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। এ ছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। যশোরে নতুন শো রুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়া ১০ থেকে ৫০ শতাংশ নগদ মূল্য ছাড়।
উল্লেখ্য, সুপারশপ স্বপ্ন ২০০৮ সালে যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্নের এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৫৭টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফল, ডেইরিসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি ও মাছ সংগ্রহ করে স্বপ্ন। পণ্যের গুণগত মান, দাম ও সর্বোত্তম সেবার জন্য স্বপ্নের চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে।
জাহিদ হাসান/আরএআর