ডোবার পানি খেয়েই মারা গেল ৪০০ হাঁস

প্রতিদিনের মতো ৮০৬টি হাঁসকে স্থানীয় হাওরে খাদ্য খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলেন খামারি মোস্তফা মিয়া। পরে একটি ডোবায় হাঁসগুলোকে পানি খাওয়াচ্ছিলেন তিনি। ডোবার পানি খাওয়ার পরপরই একে একে ঢলে পড়তে শুরু করে হাঁসগুলো। নিমিষেই ৪০০ হাঁস মারা যায়।
গত বুধবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওরের আগাড় গোদারাঘাট নামক এলাকার একটি ডোবায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
ক্ষতিগ্রস্ত হাঁস খামারি মোস্তফা মিয়া মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের বাসিন্দা।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত হাঁসগুলোর আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত হাঁস খামারি মোস্তফা মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার ৮০৬টি হাঁসের মধ্যে মারা যাওয়া ৪০০ হাঁসের বেশির ভাগই ডিম দিত। এতে আমার দুই লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
ডোবার পাড়ে বিষাক্ত ক্যামিকেলের খালি প্যাকেট পাওয়া গেছে উল্লেখ করে মোস্তফা মিয়া বলেন, আমার ধারণা কেউ শত্রুতা করে আগে থেকেই ডোবার পানিতে বিষাক্ত কিছু দিয়ে রেখেছিল। আর সেই পানি খেয়েই আমার হাঁসগুলোর এই সর্বনাশ হয়েছে।
জিয়াউর রহমান/এমএএস