হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নুরুল হক বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের রাজধরন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, রোববার দুপুর ২টার দিকে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আলাই মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নুরুল হকসহ ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রায় বলেন, নুরুল হককে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি রাস্তায় মারা গেছেন। যেহেতু সংঘর্ষের ঘটনা তাই মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এএম