কুসিক নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ইশতেহার ঘোষণা

তৃতীয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় কুমিল্লা নগরীর আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন তিনি।
এ সময় ১৫টি বিষয়ে লিখিত ইশতেহার পাঠ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।
ইশতহারে কুমিল্লা নগরীকে যানজট মুক্ত সিটি, জলাবদ্ধতা নিরসন, সিটি করপোরেশনকে দুর্নীতি মুক্ত করা, ৬ মাসের মধ্যেই নগরীর অবহেলিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, গাড়ির হর্ণসহ বিভিন্ন শব্দ দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, হিজড়া সম্প্রদায়ের পূনর্বাসন, শিক্ষাব্যবস্থার অধিকতর উন্নয়নে কাজ করা, জরুরি সব নাগরিকসেবা নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশের কুমিল্লা দক্ষিণ এবং উত্তর জেলার বিভিন্ন পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মো. নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরআই