নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে বারণ করলেন আ.লীগ নেতা

টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ নেতা।
গত বুধবার বিকেলে উপজেলার অরনখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের সমর্থনে এ সভার আয়োজন করা হয়েছিল। সভায় দেওয়া সাদিকুল ইসলাম সাদিকের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক বলেন, যারা নৌকা প্রতীকে ভোট দিতে চান না তাদের ভোট কেন্দ্র যাওয়ার প্রয়োজন নেই। যারা নৌকায় ভোট দেবেন তারাই শুধু কেন্দ্রে আসবেন। মনে রাখবেন আমরা কিন্তু কেন্দ্রের আশপাশেই অবস্থান করব। এই কেন্দ্রে শতভাগ ভোট নৌকা প্রতীকের হতে হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রে ২৪০০ ভোটারের মধ্যে ২ হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।
এদিকে আওয়ামী লীগ নেতার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একইসঙ্গে ভোটারদের মধ্যেও বিরাজ করছে চরম আতঙ্ক।
এ বিষয়ে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক বলেন, বক্তব্যটি বিরোধী পক্ষ এডিটিং করে কুৎসা রটিয়েছে। এই বক্তব্যটি আমার নয়।
মধুপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দাকার মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৫ জুন মধুপুর উপজেলায় ৮টি ইউনিয়নসহ টাঙ্গাইল জেলায় ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অভিজিৎ ঘোষ/এসকেডি