নেত্রকোনার দুই পৌরসভায় ১০৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে রোববার (২০ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শেষ দিনে কেন্দুয়া পৌরসভায় মেয়র পদে দুইজন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া এবং বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া পৌরসভার নয় ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে মোহনগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মাহবুন্নবী শেখ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা পারভীন বিথি ও চৌধুরী আবু হেনা মোস্তফা কামাল সেতু।
এছাড়া নয় ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ২২ ডিসেম্বর যাচাই-বাছাই ও ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৬ জানুয়ারি দুই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এএম