বঙ্গবন্ধুকন্যা সরকারপ্রধান বলেই এত উন্নয়ন : মেজর রফিকুল ইসলাম

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারপ্রধান বলেই দেশে আজ এত উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে উদ্বোধনের জন্য অপেক্ষমাণ বহুপ্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু, মেট্রোরেল প্রকল্পসহ নানা উন্নয়নমূলক কাজ। অতীতের কোনো সরকার দেশে এত উন্নয়নমূলক কাজ করতে পারেনি, যার সাক্ষী আমার হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার জনগণ।
শনিবার (১৮ জুন) হাজীগঞ্জ উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
উদ্বোধনী প্রকল্পগুলো হলো ৯ নং গন্ধর্ব্যপুরর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চবিদ্যালয়ের বহুতল ভবন, কাঁকৈরতলা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার চারতলাবিশিষ্ট প্রথম তলা ভবন, একই ইউনিয়নের মালিগাঁও উচ্চবিদ্যালয়ের চারতলাবিশিষ্ট ভবন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের দেশঁগাও দারুসসুন্না ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন, জয়নাল আবেদীন উচ্চবিদ্যালয়ের চারতলাবিশিষ্ট প্রথম একাডেমিক ভবন, দেশগাঁও ডিগ্রি কলেজের চারতলা ভবন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দ, শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, বড়কূল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বড়কূল পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল।
এ সময় বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাশেম, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ ভূঁইয়া, আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএ