কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কুমিল্লা নগরীর টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে কুমিল্লা-৬ সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন।
পরে এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীরের নেতৃত্বে জেলা প্রশাসন ও এসপি ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন শ্রদ্ধা জানায়।
এরপর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করা হয়।
ইসতিয়াক আহমেদ/এমএসআর