স্ত্রীকে হত্যার দায়ে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে জবাই করে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ব্যাপারির ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে করিম মিয়া। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ কনক ঢাকা পোস্টকে জানান, সাইফুল ইসলাম ২০১৬ সালের ৩০ জুলাই তার বড় স্ত্রী পারভীন বেগমের ভাই করিম মিয়াকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারকে জবাই করে। পরে সেই মরদেহ কয়েকদিন পর সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত পারভীন আকতারের ভাই আজিজুল রহমান পরদিন সাঘাটা থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় সাইফুল ও করিম।
তিনি আরও বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই জনের সর্বোচ্চ শাস্তি হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি নিরাপরাধ হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
রিপন আকন্দ/আরআই