কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, যুবকের ৮ বছরের কারাদণ্ড

কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেওয়ায় শাকিল মণ্ডল (৩৪) নামে এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল। একই সঙ্গে তাকে আট লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে, আরও নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত শাকিল মণ্ডল চট্টগ্রামের হাটহাজারী থানার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালত।
জানা যায়, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি শাকিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিল মণ্ডল ওই কিশোরীর ছবি সংগ্রহ করে এডিট করেন। এরপর আপত্তিকর ছবি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই কিশোরীর ম্যাসেঞ্জারে পাঠান। পরে ওই কিশোরীর বাবাকে ফোন করে এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া ছবি ডিলিট করতে ৫ লাখ টাকা দাবি করেন শাকিল। পরে এ নিয়ে মামলা করা হয় তার বিরুদ্ধে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার শুরু হলে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় ঘোষণা করলেন।
রায়ে একটি ধারায় আদালত আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অন্য আরেকটি ধারায় আসামিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ে আরও উল্লেখ রয়েছে, কারাদণ্ডের সাজা একটার পর একটা কার্যকর হবে। এ ছাড়া জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত হিসেবে ভুক্তভোগী পাবে বলেও জানানো হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরআই